আপডেট : ০৯ March ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দায়িত্ব ছেড়েছেন ইতালির সেনাপ্রধান সালভাতোর ফারিনাও। নতুন সেনাপ্রধান হিসেবে জেনারেল ফেডেরিকো বোনাতোর দায়িত্ব গ্রহণ করেছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে। রোববার (৮ মার্চ) একদিনেই দেশটিতে প্রাণ হারিয়েছে রেকর্ড সংখ্যক ১৩৩ জন মানুষ। নতুনভাবে আক্রান্ত হয়েছে ১৫শ জনের মতো। সবমিলিয়ে ইউরোপের দেশটিতে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৬ জনে; আক্রান্ত ৭ হাজারের বেশি মানুষ। এক বিবৃতিতে ইতালির সেনাপ্রধান নিজের আক্রান্ত হওয়ার খবর দিয়ে জানিয়েছেন, প্রাথমিকভাবে অসুস্থ বোধ করায় নিজ থেকেই তিনি আইসোলেশনে ছিলেন। পরে এ সংক্রান্ত পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। বর্তমানে নিজ বাড়িতেই কোয়ারেনটাইনে আছেন এই সেনাপ্রধান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১