বাংলাদেশের খবর

আপডেট : ০৯ March ২০২০

জাতীয় সংসদ বিশ্বে অনন্য : স্পিকার


জাতীয় সংসদ বিশ্বে অনন্য বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতীয় সংসদ বিশ্বে অনন্য, যেখানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ উপনেতা এবং বিরোধীদলীয় নেতা প্রত্যেকেই নারী।

স্পিকার বলেন, একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা সংসদ সদস্যসহ ৭২ জন সংসদ সদস্য রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে যাওয়ার সাহস যুগিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। বাংলাদেশের একমাত্র নারী ট্রেনচালক সালমা সাহসিকতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন—তা প্রত্যেক নারীর জন্য অনুসরণ ও অনুকরণ যোগ্য।

তিনি আরও বলেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের পথ সুগম করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নারী-পুরুষের সমতার বিধান সন্নিবেশিত করে প্রণয়ন করেছিলেন রক্তে অর্জিত বিশ্বসেরা সংবিধান। বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের সময় গ্রহণ করেছেন নারীবান্ধব নীতিমালা।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব পেশায় আজ নারীদের অংশগ্রহণ দৃশ্যমান। নারীরা অত্যন্ত দক্ষতার সাথে সব দায়িত্ব পালন করছে। নারী সহিংসতা থেকে সুরক্ষা ও নারীর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে নারীদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

বিশ্ব নারী দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে ৮ জন আলোকিত নারীকে সম্মাননা দেয়া হয়।

উল্লেখ্য, ‘নারীর ক্ষমতায়নে বাংলাদেশ : শেখ হাসিনার অবদান’—শীর্ষক সেমিনারের আয়োজন করে মহিলা লীগ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১