আপডেট : ০৯ March ২০২০
বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন-২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (০৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয় মন্ত্রসিভা। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘জাদুঘর স্থাপনের আইনি অনুমতিও নেই। বিদেশে জাদুঘর, সংগ্রহশালা, প্রদর্শনী গ্যালারি ও গবেষণাকেন্দ্র স্থাপনের বিধান রেখে জাতীয় জাদুঘর আইনটি করা হয়েছে।’ মন্ত্রিপরিষদ সচিব জানান, আইনের খসড়ায় বলা আছে, সরকারের পূর্বানুমতিক্রমে বিদেশে জাদুঘর, সংগ্রহশালা, প্রদর্শনী গ্যালারি ও গবেষণাকেন্দ্র স্থাপন করতে পারবে। এতে মোট ২৫টি ধারা রয়েছে। ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর অধ্যাদেশ, ১৯৮৩’ অনুযায়ী পরিচালিত হচ্ছে। আদালতের আদেশ এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সব অধ্যাদেশ পর্যায়ক্রমে আইনে পরিণত হবে।’ আইনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সভাপতিত্বে ১১ সদস্যের একটি বোর্ড হবে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জাদুঘরের মহাপরিচালক সব কার্যক্রম পরিচালনা করবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১