বাংলাদেশের খবর

আপডেট : ০৯ March ২০২০

করোনা ভাইরাস

ইতালিতে একদিনে ১৩৩ জনের মৃত্যু


ইতালিতে ভয়ংকর রূপ নিয়েছে করোনা ভাইরাস। মরণঘাতী এ ভাইরাসের ছোবলে একদিনে সর্বোচ্চ ১৩৩ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ১৫০০ জন।

গতকাল রোববার এ নিয়ে মৃতের সংখ্যা ৩৬৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্ত ছাড়িয়েছে ৭ হাজার ৩শ’।

এদিকে সংক্রমণ ঠেকাতে ১৪টি শহরকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতির মধ্যেই দেশে ফিরতে প্রবাসীদের স্বাস্থ্য সনদ লাগবে না বলে জানিয়েছে বাংলাদেশি দূতাবাস।

চীনের পর করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা এখন সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে আক্রান্তের সোয়া ৪ শতাংই মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২২ জন। গুরুতর অবস্থায় রয়েছেন সাড়ে ছয়শ’ আক্রান্ত ব্যক্তি।

সংক্রমণ ঠেকাতে দেশটির উত্তরাঞ্চলীয় ১৪টি শহরকে রেড জোন ঘোষণা করা হয়েছে। সেখান থেকে কোনো বাসিন্দা সরকারের অনুমতি ছাড়া বের হতে পারবেন না বলেও জানানো হয়।
 
গত শনিবার রাজধানী রোমে দুই জন মারা যান। তবে এদিন নতুন করে কেউ আক্রান্ত হয়নি।

এদিকে বাংলাদেশিদের আক্রান্তের খবরে উদ্বেগ বাড়ছে প্রবাসীদের মধ্যে। এ অবস্থায় রোম দূতবাস জানায়, প্রবাসীদের দেশে ফিরতে কোনো স্বাস্থ্য সনদ লাগবে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১