আপডেট : ০৮ March ২০২০
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের নতুন অধিনায়ক করা হয়েছে তামিম ইকবালকে। রোববার তার নাম ঘোষণা করা হয়েছে। এর ফলে সদ্যবিদায়ী ওয়ানডে অধিনায়ক মাশরাফির স্থলাভিষিক্ত হলেন তামিম। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মাশরাফি। গত বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনি এই ঘোষণা দেন। পরেরদিন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই ইতি ঘটে অধিনায়ক মাশরাফির রোমাঞ্চকর যাত্রার। ২০১০ সালের ৮ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয় অধিনায়ক মাশরাফির যাত্রা। ১০ বছরের দীর্ঘ যাত্রায় ভালো সময়ে ও খারাপ সময়ে আগলে রেখেছিলেন মুশফিক-তামিম-রিয়াদদের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১