বাংলাদেশের খবর

আপডেট : ০৮ March ২০২০

করোনায় অবিশ্বস্ত উৎসের তথ্য শেয়ারে ইউনিসেফের ‘না’


প্রাণঘাতি হিসেবে দেখা দেয়া করোনা ভাইরাস নিয়ে অবিশ্বস্ত বা যাচাই করা নয়– এমন উৎস থেকে তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

রোববার ইউনিসেফ ঢাকা অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে যথাযথ প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস সম্পর্কিত ভুল তথ্য বিষয়ে ইউনিসেফের অংশীদারিত্ব বিষয়ক উপ-নির্বাহী পরিচালক শার্লট পেত্রি গোর্নিৎজকার বলেছেন, ‘বিশ্বজুড়ে মানুষ নিজেদের এবং তাদের পরিবারকে করোনাভাইরাস থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করছে। এ মুহূর্তে যা প্রয়োজন, তা হচ্ছে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে যথাযথ প্রস্তুতি।’

তিনি বলেন, ‘যদিও অনেকে ভাইরাস এবং এর বিরুদ্ধে কীভাবে সুরক্ষিত থাকা যাবে সে সম্পর্কিত তথ্য শেয়ার করছেন, তবে এ তথ্যের মধ্যে সামান্যই উপকারি বা নির্ভরযোগ্য। স্বাস্থ্যজনিত সংকটের সময়ে ভুল তথ্য আতঙ্ক ও ভয় ছড়িয়ে দিতে পারে। ফলে মানুষ ভাইরাস থেকে অরক্ষিত থেকে যেতে পারে অথবা ভাইরাসে আক্রান্ত হওয়ার আরো বেশি ঝুঁকিতে পড়তে পারে।’

এতে জনসাধারণের উদ্দেশ্যে বলা হয়, আমাদের অনুরোধ, আপনাকে ও আপনার পরিবারকে কীভাবে নিরাপদ রাখতে হবে সে সম্পর্কিত সঠিক তথ্য ইউনিসেফ বা ডব্লিউএইচও, সরকারি স্বাস্থ্য কর্মকর্তা ও বিশ্বস্ত স্বাস্থ্যসেবা কর্মীদের মতো যাচাই করা উৎস থেকে অনুসন্ধান করুন। অবিশ্বস্ত বা যাচাই করা নয় এমন উৎস থেকে তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১