আপডেট : ০৮ March ২০২০
সারা বিশ্বের মতো ভারতেও বাড়ছে করোনা ভাইরাসের আতঙ্ক। বলিউড তারকারা সোশ্যাল সাইটে সাধারণ মানুষের প্রতি সাবধানতার কথা বলছেন। ২১তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-২০২০ অর্থাৎ আইফার অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর, এই বছর ২৭ থেকে ২৯ মার্চ মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শুক্রবার দুপুরে আইফা কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে, আইফার ফ্যান এবং সাধারণ মানুষের কথা মাথায় রেখে মধ্যপ্রদেশ সরকারের সঙ্গে আলোচনা করার পরে আপাতত এই অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। নতুন তারিখ আবার পরে ঘোষণা করা হবে বলেও জানিয়ে দেয়া হয়েছে। গত বছর এই অনুষ্ঠান মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে এ বছর ইন্দোরে হওয়ার কথা ছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১