আপডেট : ০৮ March ২০২০
প্রথমবার অভিনয় জগতের সঙ্গে সঙ্গে রাজনীতি মঞ্চে প্রবেশ করেই জিতে নিলেন ‘তুমি অনন্যা’ পুরস্কার। আন্তর্জাতিক নারী দিবসের ঠিক দুদিন আগে জ্ঞানমঞ্চে অনুষ্ঠিত হলো এই অ্যাওয়ার্ড শো। আর সেখানেই ‘এক্সেলেন্স ইন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স’র জন্য নুসরাত পেলেন সেরার শিরোপা। সংসদীয় কাজের ওপর ভিত্তি করে পার্লামেন্টে অনন্য পারফরম্যান্সের জন্য নুসরাত জয় করেছেন ১৫তম ‘তুমি অনন্যা’ পুরস্কার। এই পুরস্কার তিনি উৎসর্গ করেছেন জনসাধারণের উদ্দেশে। সম্মানিত হয়ে নুসরাত জাহান জানান, আশা করি ভবিষ্যতেও দেশ এবং দশের জন্য এভাবেই কাজ করে যেতে পারব। রাজনীতির ময়দানে প্রথমবার পা রেখেই সাংসদ নির্বাচিত হয়েছেন। গত লোকসভা নির্বাচনের সময় বিপুল ভোটে বিরোধী দল প্রার্থীকে হারিয়ে বসিরহাট থেকে জয়ী হয়েছেন। পার্লামেন্টে নিজের সংসদীয় এলাকার মানুষদের জন্য নয়া প্রকল্পের প্রস্তাব রেখে মন জয় করেছেন বসিরহাটের মানুষদের। একাধিকবার তৃণমূল সাংসদ তথা অভিনেত্রীর মানবিকতা নজর কেড়েছে রাজ্যবাসীর। এবার নারী দিবসের আগে সাংসদ হিসেবে জিতে নিলেন ‘তুমি অনন্যা’ পুরস্কারও।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১