বাংলাদেশের খবর

আপডেট : ০৬ March ২০২০

সখীপুরে পাঁচ জুয়াড়ি গ্রেপ্তার


টাঙ্গাই‌লের সখীপুরে পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পু‌লিশ। 

আজ শুক্রবার সকালে তা‌দের‌কে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যারাতে উপজেলার হামিদপুর চৌরাস্তা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই রাতেই সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

আসামিরা হচ্ছে, উপজেলার হামিদপুর গ্রামের আবদুল কদ্দুসের ছেলে শরীফ হোসেন, আবদুল বারেকের ছেলে শাহাদত, আবদুল কাদেরের ছেলে আমিনুল ইসলাম, একাব্বর হোসেনের ছেলে ফজলুল হক, বাঘেরবাড়ী গ্রামের সোনা মিয়ার ছেলে আবদুল মান্নান।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার ও তাসসহ দুই হাজার ২২৫ টাকা জব্দ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১