আপডেট : ০৬ March ২০২০
তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি থালাভি। ইতোমধ্যে শেষ হয়েছে ছবির এক ভাগের শুটিং। পরের ভাগের জন্যে এক ধাক্কায় ২০ কেজি ওজন বাড়ালেন কঙ্গনা রানৌত। চমকের এখানেই শেষ নয়। এই বাড়তি ২০ কেজি ওজন আবার দুই মাসের মধ্যেই ঝরিয়ে ফেলতে হবে তাকে। ধাঁধার মতো লাগছে? বেশ তাহলে আরো খানিকটা স্পষ্ট করে দেওয়া যাক। ক্ষণে ক্ষণে ওজন বাড়ানো এবং কমানোর পেছনে রয়েছে বিশেষ কারণ। একদিকে যেমন থালাভির জন্যে ২০ কেজি ওজন বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনই কঙ্গনার আগামী ছবি ‘ধাকাদ’ এবং ‘তেজাস’-এর জন্যে ওজন ঝরিয়ে আগের চেহারায় ফিরে যেতে হবে তাকে। সেট থেকে কঙ্গনার ছবি টুইট করে তার দিদি রঙ্গোলি লিখেছেন, ছবির শেষ ভাগের শুটিংয়ের জন্যেই ২০ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। দুই মাস পরেই তেজস এবং ধাকাদের জন্য এই ওজন ঝরিয়ে ফেলতে হবে ওকে। হবে কি সেটা সম্ভব! তবে সেদিকে ইতোমধ্যে পা বাড়িয়ে দিয়েছেন কঙ্গনা। ব্যক্তিগত ট্রেনার যোগেশের সঙ্গে ট্রেকিংয়ে শুরু করে দিয়েছেন। মনের মতো পাত্র পেলে শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন কঙ্গনা রানৌত। কেমন বর চান এই বলিউড সুন্দরী, তা মঞ্চে দাঁড়িয়ে নিজেই জানালেন। এক অনুষ্ঠানে কঙ্গনা রানৌতকে প্রশ্ন করা হয়, তিনি কবে বিয়ে করছেন? এই বলিউড তারকা বলেন, পরিচালক অশ্বিনী আমাকে বারবার বিয়ের কথা বলেন। কিন্তু আমি বিয়ে করতে চাই না। বিয়ে মানেই অনেক জটিলতা। এখন নিজের মনের মতো পাত্র পাওয়া মুশকিল। সত্যি বলছি, বিয়ের ব্যাপারে আমার এখনো কোনো ইচ্ছা নেই। তবে অশ্বিনী আইয়ার তিওয়ারি আর তার স্বামী চিত্রনির্মাতা নিতেশ তিওয়ারিকে দেখে কোথাও বিয়ের প্রতি ভরসা জন্মেছে বলে জানালেন কঙ্গনা রানৌত। এরপরই উঠে আসে কেমন বর চান তিনি। তার জবাবও দিয়েছেন। একটু লাজুক হেসে বললেন, এমন একজন মানুষের সন্ধান করছি, যিনি আমার চেয়ে বেশি বুদ্ধিমান, আমার থেকে বেশি সুন্দর, আর আমার চেয়ে বেশি প্রতিভাবান। কঙ্গনার ‘পাঙ্গা’ ছবিটি ২৪ জানুয়ারি মুক্তি পেয়েছে। ছবিটি ভালোই ব্যবসাসফল হয়েছে। এই ছবিতে কঙ্গনাকে একজন কাবাডি খেলোয়াড়ের চরিত্রে দেখা যাবে। তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন জসসি গিল। ছবিতে আরো আছেন নিনা গুপ্তা, রিচা চাডঢা প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১