বাংলাদেশের খবর

আপডেট : ০৬ March ২০২০

মুজিববর্ষের টেলিফিল্ম বঙ্গবন্ধু কর্নার


সেলিম (প্রাণ রায়) ‘বঙ্গবন্ধু কর্নার’ নামে একটি পুস্তক বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করে ব্যবসার দিক থেকে লাভবান না হতে পারলেও তার লাইব্রেরিতে বসে বই পড়ার সুযোগ করে দিয়ে এলাকার তরুণ প্রজন্মের মধ্যের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু তথা দেশাত্মবোধ জাগ্রত করতে পজিটিভ ভূমিকা রাখছে। ছোটবেলার বন্ধু বাদশা (মুরাদ) দীর্ঘ সময় পর আমেরিকায় থেকে দেশে আসার খবর পেলে সেলিম তার লেখা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ কাব্য গ্রন্থটি বাদশাকে প্রকাশ করার প্রস্তাব দেবে বলে ঠিক করলে, স্ত্রী পারুলী (মৌসুমী) ছেলের ভবিষ্যতের কথা ভেবে ওদের আমেরিকায় নিয়ে যাবার ব্যবস্থা নেবার জন্য স্বামীকে প্রভাবিত করতে থাকে। পারুলীর আমেরিকা যাওয়া হয়েছিল বটে তবে তা বাদশার হাত ধরে।

মুজিববর্ষের বিশেষ এই টেলিফিল্মে অভিনয় করেছেন প্রাণ রায়, মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ, সোহেল খান, আলম সোহাগ। রানা মাসুদের রচনা ও পরিচালনায় ‘বঙ্গবন্ধু কর্নার’ টেলিফিল্মটি আজ শুক্রবার দুপুর ৩টা ৫ মিনিটে প্রচার হবে চ্যানেল আইয়ে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১