আপডেট : ০৫ March ২০২০
বঙ্গবন্ধু পরমাণু বিজ্ঞানী পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এ পরিষদের ৪র্থ দ্বিবার্ষিক কর্মপরিষদ নির্বাচন গত ৩ মার্চ রাজধানীর আগারগাঁও-এ অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের কমিটি কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে কমিশনের সদস্য (পরিকল্পনা) ড. এম. আজিজুল হক সভাপতি এবং ড. এ. এফ. এম. মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ড. এ. কে. এম. ফজলে কিবরিয়া, ড. এস এম আছাদুজ্জামান এবং প্রকৌশলী ড. মো. আব্দুর রাজ্জাক। ড. এ. এফ. এম. মিজানুর রহমান একজন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্প বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি দেশের দক্ষিণাঞ্চলে পারমাণবিক বিদ্যুতকেন্দ্র নির্মাণের সম্ভাব্য স্থান নির্বাচন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক। ড. এ. এফ. এম. মিজানুর রহমান প্রয়াত বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ড. এম. এ. ওয়াজেদ মিয়ার ভ্রাতুষ্পুত্র। উক্ত কর্মপরিষদ নির্বাচনে কোষাধ্যক্ষ পদে ড. মো. ইব্রাহিম খলিল, সহ-সাধারণ সম্পাদক পদে ড. মোহাঃ আখতার উজ্জামান ও আবু রায়হান মোহাম্মদ তারেক, সাংগঠনিক সম্পাদক পদে ড. এম. শাকিলুর রহমান এবং তথ্য ও প্রকাশনা সম্পাদক পদে হোসেন মোহাম্মদ জামিল নির্বাচিত হয়েছেন। আঞ্চলিক সম্পাদক পদে ডাঃ মো. মোরশেদ আলী, ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ডা: এম. হাফিজুর রহমান এবং ডাঃ মো. নাদিরুজ্জামান নির্বাচিত হন। নির্বাচিত সদস্যরা হলেন মাসুদ কামাল (সদস্য, ভৌতবিজ্ঞান), ড. মো. নুরুল ইসলাম, ড. নির্মল চন্দ্র দফাদার, ড. দেবাশীষ পাল, ড. আবিদ ইমতিয়াজ, ড. মমতাজ ফাতেমা ওয়াহিদ, ড. আফতাব হোসেন, মো. আব্দুল বারী, প্রকৌশলী মো. কাউছর আহমাদ রাব্বি, প্রকৌশলী নয়ন কুমার দত্ত, তৌহিদুল ইসলাম, স.আ.ম. শাহরিয়ার ইসলাম এবং ডাঃ দেবাশিষ ঘোষ। উল্লেখ্য, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীদের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান -এর আদর্শ সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে কমিশনে ২০১২ সালে বঙ্গবন্ধু পরমাণু বিজ্ঞানী পরিষদ গঠিত হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১