বাংলাদেশের খবর

আপডেট : ০৫ March ২০২০

বঙ্গবন্ধুর স্ত্রীর ছোটবেলার চরিত্রে দীঘি


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ছবি। এর প্রাথমিক নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু’। ছবিটির  ৫০টি চরিত্রের জন্য অভিনয়শিল্পীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবের স্ত্রী ফজিলাতুন্নছা মুজিব ওরফে ‘রেনু’র চরিত্রে প্রার্থনা দীঘি অভিনয় করছেন।

বিষয়টি নিয়ে দীঘির বাবা অভিনেতা সুব্রত বলেন, ‘গত ৯ ফেব্রুয়ারি বিটিভি ভবনে দীঘি অডিশন দেয়। প্রাথমিকভাবে প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে জেনেছি, সেখানে রেনু চরিত্রে দীঘির নাম রয়েছে। তবে দীঘির কাছে এখনো কোনো চূড়ান্ত বার্তা আসেনি। যে প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে, সেটি প্রধানমন্ত্রীর কাছে যাবে। এরপরই চূড়ান্ত হওয়া যাবে।’

শিশুশিল্পী হিসেবে একডজনের বেশি ছবিতে অভিনয় করে তারকা বনে গিয়েছিলেন দীঘি। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১২ সালে সর্বশেষ ‘ছোট্ট সংসার’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। বড় হওয়ার পর দীঘি নতুন কোনো ছবিতে অভিনয় করেননি। যদি রেনুর চরিত্রের জন্য সুযোগ পান, তাহলে বঙ্গবন্ধুর এই ছবিটিই হবে তার নতুন করে যাত্রা।

রেনুর যখন বিয়ে হয়, তখন বয়স ছিল ১৩। দীঘির বাবা সুব্রত বলেন, ‘দীঘি যদি রেনুর চরিত্রটি করে তাহলে ১৩-১৭ বছর বয়সের সময়টায় রেনু চরিত্রে অভিনয় করবে। সুযোগ পেলে দীঘি অবশ্যই ছবিতে কাজ করবে, এটা তো বিরাট পাওয়া।’

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু’। ছবিটি পরিচালনা করবেন ভারতীয় গুণী নির্মাতা শ্যাম বেনেগাল।

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে এর জন্য এফডিসির বিভিন্ন ফ্লোরে সেট নির্মাণ চলছে। আগামী বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১