বাংলাদেশের খবর

আপডেট : ০৩ March ২০২০

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে দুই পরিবর্তন


সিরিজে দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। প্রথম ম্যাচে রেকর্ড জয়ের ধারা অব্যহত রেখে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় মাশরাফিরা। আজ মঙ্গলবার দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি।

একাদশে দুইটি পরিবর্তন এনেছে টাইগাররা। বাদ পড়েছেন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

অন্যদিকে একাদশে পরিবর্তন আনলো জিম্বাবুয়েও। খেলছেন নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস। বাদ পড়েছেন গত ম্যাচে অধিনায়কত্ব করা চামু চিবাবা।

এর আগে, সিরিজের প্রথম ওয়ানডে ৩২১ রান করে টাইগাররা। ওই ম্যাচে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় লাভ করে মাশরাফী বাহিনী।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ,  মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, মোহাম্মদ শফিউল ইসলাম ও আল আমিন।

জিম্বাবুয়ে দল : শন উইলিয়াসন (অধিনায়ক), ক্রেইগ আরভিন, ওয়েসলে মাধেভেরে, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, টিনোটেন্ডা  মুতমবদজি, ডোনাল্ড টিরিপানো, অ্যাইনসলে এনলভু, ক্রিস এমপুফু ও কার্ল মুম্বা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১