বাংলাদেশের খবর

আপডেট : ০২ March ২০২০

চলচ্চিত্র শিল্পী সমিতির বর্ণাঢ্য বনভোজন


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে গেল ২৯ ফেব্রুয়ারি রাজধানীর অদূরে মেঘবাড়ি রিসোর্টে সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের আন্তরিক চেষ্টায় বেশ ভালোভাবে সম্পন্ন হলো বনভোজন-২০২০। বনভোজনে অংশগ্রহণকারীদের ভাষ্য ছিল, মিশা-জায়েদের উদ্যোগে বেশ বর্ণাঢ্যভাবে সফলতার মধ্য দিয়েই বনভোজন-২০২০ সম্পন্ন হয়েছে। অভিনেতা ডিপজলের ভাষ্যমতে, কিছু অসুন্দর থাকলেও সেই অসুন্দরকে ভুলে গিয়ে ভবিষ্যতে আরো অনেক বেশি সুন্দরভাবে বনভোজন সম্পন্ন করা হবে। তবে কিংবদন্তি নায়ক সোহেল রানার ভাষ্যমতে, এবারের বনভোজন ছিল তার দেখা স্মরণীয় বনভোজন।

সোহেলা রানা বলেন, ‘বছরের এই একটি দিনের জন্য আমি বিশেষভাবে অপেক্ষা করি। অপেক্ষা করি, আমার চলচ্চিত্র পরিবারের সবার সঙ্গে দেখা করার জন্য। আজকের এই বনভোজন আমার কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন। আগামী দিনের জন্য কিছু সুন্দর মুহূর্ত সঙ্গে নিয়ে যাচ্ছি। এই সুন্দর মুহূর্তগুলো নিয়েই আগামী দিনগুলো ভালোভাবে কেটে যাবে। মিশা ও জায়েদকে ধন্যবাদ। আর বিশেষত বলতে চাই, এবারের খাবারের আয়োজন নিয়ে কারো কোনো প্রশ্ন ছিল না। মূলকথা খাবার খেয়ে সবাই তৃপ্ত ছিলেন।’

কিংবদন্তি নায়ক মেগাস্টার উজ্জল বলেন, ‘মিশা-জায়েদ পরিষদের কাছে আমরা চলচ্চিত্র পরিবার আন্তরিকভাবে কৃতজ্ঞ চমৎকার একটি বনভোজন উপহার দেওয়ার জন্য।’ নায়ক-প্রযোজক অনন্ত জলিল বলেন, ‘যত ব্যস্তই থাকি না কেন, সুন্দর এই দিনটির জন্য বিশেষভাবে অপেক্ষা করি। সবার সঙ্গে দেখা হয়, কথা হয়, চমৎকার সময় কাটে।’ শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি দিনটিকে সবদিক থেকে সবার কাছে উপভোগ্য করে তোলার জন্য। শিল্পীরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে তাদের পরিবার নিয়ে এসেছেন, দিনটিকে উপভোগ করেছেন ভীষণ আনন্দ নিয়ে। এখানেই আমাদের সফলতা।’ জায়েদ খান বলেন, ‘শিল্পী সমিতি সর্বোচ্চ চেষ্টা দিয়ে এবারের বনভোজন সফল করার চেষ্টা করেছি। আমাদের কিংবদন্তিরা তাদের ভাষ্যতে সেই সাফল্যগাথা তুলে ধরেছেন। আমরা ভবিষ্যতে আরো গোছানো আরো ব্যাপক আয়োজনে বনভোজন করব। শিল্পীদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, কারণ, তারা কষ্ট করে দূরে এসেও আমাদের আয়োজন সফল করে তুলেছেন। তারা বুঝিয়ে দিয়েছেন আমরা আসলেই একই পরিবারের।’

এবারের বনভোজনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে অভিনয়শিল্পী ছাড়াও ছিলেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, সাংবাদিকসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই। দিনব্যাপী ফুলেল শুভেচ্ছা, কুশলবিনিময়, আড্ডা, খেলাধুলা, গানে গানে মেতে ওঠেন শিল্পী, শিল্পীর পরিবারের সবাইসহ আমন্ত্রিত অতিথিরা। বনভোজনে অংশ নেওয়া প্রবীণ-নবীন তারকাদের মধ্যে ছিলেন চিত্রনায়ক ফারুক, উজ্জল, সোহেল রানা, জাভেদ, ডিপজল, রুবেল, অরুনা বিশ্বাস, শবনম পারভীন, আলেকজান্ডার বো, জাবেদ, রিনা খান, আমিন খান, অনন্ত জলিল, বর্ষা, শাহনূর, কেয়া, বাপ্পারাজ, আফজাল শরীফ, অপু বিশ্বাস, পলি, সম্রাট, বিদ্যা সিনহা মিম, কমল, মৌমিতা মৌ, জয় চৌধুরী, শিপন মিত্র, নাদিম, তানহা মৌমাছি, শাকিবা, সনি রহমান, অভি, সাইফ খান, শিরিন শিলা, আন্না, আইরিন সুলতানা, রাহা তানহা খান, আনিসুর রহমান মিলন, নূতুন, বাপ্পী চৌধুরী, আঁচল, দীঘি, জলি, বিপাশা, ইমন, নীড়, পুষ্পিতা পপি, দিপালী, আসিফ, সুব্রত, রতন, অমৃতাসহ অনেকে। গান গেয়ে অনুষ্ঠান মাতান কণ্ঠশিল্পী আসিফ আকবর, বাঁধন সরকার পূজা, প্রতীক হাসান, বেলাল খান, রবি চৌধুরী, মম, আয়েশা মৌসুমীসহ আরও অনেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১