আপডেট : ০১ March ২০২০
রৌমারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের রৌমারীতে কলেজ পড়ূয়া শিক্ষার্থীকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে রৌমারী থানা পুলিশ। আজ রবিবার ভোররাতে উপজেলার সায়দাবাদ এলাকায় যাত্রীবাহী ঢাকাগামি মায়ের দোয়া পরিবহন নামের বাসে তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ। সকালে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃত ওই শিক্ষার্থী উপজেলার যাদুরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল হকের ছেলে নাছির উদ্দিন (২০) সে যাদুরচর মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। রৌমারী থানার এসআই তৌহিদুর রহমান জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার সায়দাবাদ এলাকায় রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামি মায়ের দোয়া পরিবহনে তল্লাশী করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাছির উদ্দিন নামের একজনকে আটক করা হয়। এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১