বাংলাদেশের খবর

আপডেট : ০১ March ২০২০

অমিত শাহের সভায় জনতার ঢল


সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভে চললেও তা পাশ করানোর জন্য অমিত শাহকে অভিনন্দন জানাচ্ছে রাজ্য বিজেপি।

আজ রোববার কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের এই সভার ক্যাচলাইন ‘আর নয় অন্যায়’। অমিত শাহের সভা থেকে বাংলায় ‘অন্যায়মুক্তি’ অভিযান শুরু-এমনটাই বলছে বিজেপি।

কী বলবেন অমিত শাহ? সে দিকেই নজর রাজনৈতিক শিবিরের। সিএএ-এনআরসি ইস্যুতে বাংলায় বিজেপির বিরুদ্ধে আন্দোলন তুঙ্গে তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতার মোকাবিলায় এ রাজ্য বিজেপি এখনও পিছিয়ে রয়েছে। রাজ্য বিজেপিকে চাগিয়ে দিতে আজ কতটা সুর চড়বে শাহের? সিএএ-এনআরসি নিয়ে কী বলবেন অমিত শাহ? দিল্লির হিংসা নিয়ে কী মুখ খুলবেন?

অমিত শাহের সভা ঘিরে বিজেপি কর্মী-সমর্থকের সমর্থনের ঢল নামলেও শহর জুড়েই বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাম-কংগ্রেস। অন্যদিকে সভার সমর্থনে মিছিল করেছেন বিজেপি কর্মী-সমর্থকেরা। অমিত ছাড়াও শহিদ মিনারের জনসভায় উপস্থিত রয়েছেন রাজ্য বিজেপির হেভিওয়েট নেতারা।

বিক্ষোভে রাজনৈতিক দল ছাড়াও শহরের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ মানুষেরাও শামিল হয়েছেন। শহরের আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং যানজটের সমস্যায় যাতে সাধারণ মানুষের যাতে হয়রানি না হয়, সে দিকে সতর্ক দৃষ্টি রয়েছে পুলিশ-প্রশাসনের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১