আপডেট : ২৭ February ২০২০
কুমিল্লায় বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের তিন দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ফার্ম শ্রমিকরা। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার নোয়াপাড়ায় কৃষি গবেষণা ইন্সটিটিউটের সামনে এ কর্মসুচি পালিত হয়। কর্মসুচিতে কুমিল্লায় কর্মরত ধান গবেষণা ও কৃষি গবেষনা ইন্সটিটিউটের ফার্ম শ্রমিকরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন ধান গবেষণা ইন্সটিটিউট কুমিল্লার শ্রমিক সমিতির সভাপতি হাজী মোঃ নুরুল হক, সাধারণ সম্পাদক আবদুল হাসেম এবং কৃষি গবেষণা ইন্সটিটিউট কুমিল্লার শ্রমিক সমিতির সভাপতি হিরন মিয়া, একই সংগঠনের সধারণ সম্পাদক সেলিম মিয়া। তাদের তিন দফা দাবি হলো- সকল কৃষি ফার্মে আউট সোসিংয়ের শ্রমিক নিয়োগ বাতিল করা, অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করা এবং বেতন বৃদ্ধি করা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১