আপডেট : ২৭ February ২০২০
বিয়ে করলেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। খুলনার মেয়ে প্রিয়ন্তি দেবনাথের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লেন সৌম্য। গতকাল বুধবার রাতে উৎসবের রঙে রাঙানো খুলনা ক্লাবে বিয়ে অনুষ্ঠিত হয়। সানাইয়ের সুর আর বাদ্য-বাজনায় উৎসবের আমেজে বিয়ে সম্পন্ন হয়েছে। পাঁচশ বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসেন সৌম্য। তবে বিয়ের আনুষ্ঠানিকতায় বিপত্তি ঘটে সৌম্যর বাবা কিশোরী মোহন সরকারের মোবাইল চুরি হওয়ার ঘটনা নিয়ে এ সময় সাংবাদিকদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন সৌম্যের সঙ্গে আসা বরযাত্রীরা। এদিকে একে একে সাতটি মোবাইল চুরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে কিশোরীলাল বিয়ের অনুষ্ঠান কিছুক্ষণের জন্য থামিয়ে রাখেন। পরে বিয়ের কাজ সম্পন্ন হলেও মোবাইল চোর ধরা পড়া নিয়ে উৎসবের আমেজে ভাটা পড়ে। এদিকে সাংবাদিকদের সঙ্গে বরযাত্রীদের অসৌজন্যমূলক আচরণের নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১