আপডেট : ২৭ February ২০২০
করোনভাইরাসের কারণে চীনের উহানে আটকে পড়া ২৩ বাংলাদেশিকে বিশেষ ব্যবস্থায় ভারতের দিল্লিতে নিয়ে আসা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এক ফেইসবুক পোস্টে বিষয়টি জানিয়েছে ভারতীয় হাইকমিশন। এতে বলা হয়, আটকে পড়া অন্যান্য ভারতীয় নাগরিকের সাথে ২৩ জন বাংলাদেশি নাগরিককে চীনের উহান থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে দিল্লিতে ফিরিয়ে আনা হয়। দিল্লির শহরতলির একটি স্থানে তাদেরকে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে বলেও জানানো হয় ফেইসবুক পোস্টটিতে। চীনের উহানে ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করলে এর আগে ১লা ফেব্রুয়ারি উহান থেকে ৩১৬ জন বাংলাদেশিকে বিশেষ বিমানে করে দেশে ফিরিয়ে আনে সরকার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১