আপডেট : ২৫ February ২০২০
নোয়াখালীর সেনবাগে প্রায় ৮কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে সেনবাগ উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে সেনবাগ উপজেলা সেনবাগ-সোনাইমুড়ি সড়কের ছাতারপাইয়া বাজার ও আশপাশ্বের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ওই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় সেনবাগ থানার এসআই শোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে বিপুল সংখ্য পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষেমালিকা চাকমা জানায়, দীর্ঘদিন থেকে সরকারি খাস খতিয়ানের জায়গা সড়ক বিভাগের রাস্তার এবং পার্শ্বের সরকারি খাল বিভিন্ন নাম দিয়ে অবৈধ ভাবে দোকানপাট তুলে তা দখল ভাড়া দিচ্ছিল। এরপর মহামান্য হাইকোটের আদেশে আজ মঙ্গলবার বুলডোর দিয়ে ওই অবৈধ মার্কেট সহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দিয়ে সরকারি প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১