আপডেট : ২৩ February ২০২০
কুড়িগ্রামের চিলমারীতে ৩০০পিচ ইয়াবাসহ মাদক সম্রাট মিনহাজুল ইসলামকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সম্রাট মিনহাজুল ইসলাম (২২) কে আটক করে। এ সময় তার কাছ থেকে ফয়েল পেপারে মোড়ানো ও নীল ছোট পলি প্যাকে রক্ষিত ৩০০পিচ ইয়াবা পাওয়া যায়। আটককৃত উপজেলার রানীগঞ্জ ইউনিয়ের বাগান বাড়ি এলাকার আবুল কালামের পুত্র । জানা গেছে ,তিনি দীর্ঘদিন থেকে দাপটের সাথে মাদক ব্যবসা করে আসছিল।প্রতিদিনই তার নেতৃত্ব বসতো মাদকের আসর। স্কুল মাঠসহ আশেপাশে সবসময় বিভিন্ন মোটরসাইকেল আরোহী মাদকসেবীদের আনাগোনায় অতিষ্ট এলাকার মানুষ। কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশ (ডিবি)' অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান জানান, আটক মিনহাজুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১