বাংলাদেশের খবর

আপডেট : ২৩ February ২০২০

মাশরাফীকে অধিনায়ক করে ১৫ সদস্যের ওডিআই দল ঘোষণা


মাশরাফী বিন মোর্ত্তজাকে অধিনায়ক করে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে ফিরেছেন সাইফউদ্দিন ও নাজমুল হাসান শান্ত। আর, প্রথমবারের মত ডাক পেয়েছেন নাঈম শেখ ও অফিফ হোসেন।

বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে সাত মাস আগে। শ্রীলঙ্কা সফরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামায় অনুমিতভাবেই দলে এসেছে বড় পরির্বতন।

দলে থাকা আনামুল হক বিজয়, সৌম্য সরকার, সাব্বির রহমান, রুবেল হোসেন ও শাফিউল ইসলাম বাদ পড়েছেন। 

প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন টি-২০ ফরম্যাটে শুরুতে ভালো করা ওপেনার নাঈম শেখ। এছাড়া টি-২০ এবং টেস্টের পর আবার ওয়ানডে দলে ফিরেছেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসাইন শান্ত।

২০১৯ বিশ্বকাপের পর আন্তর্জাতিক মঞ্চে ফেরা হয়নি মাশরাফির। শ্রীলঙ্কা সফরের দলে থাকলেও মাশরাফির সুযোগ হয়নি ম্যাচ খেলার। দেশ ছাড়ার একদিন আগে অনুশীলনে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মাশরাফি।

এদিকে, কাঁধের ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ মিস করেন মোহাম্মদ সাইফউদ্দিন। ডানহাতি পেস অলরাউন্ডারও ফিরছেন জিম্বাবুয়ে সিরিজ দিয়ে।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) , তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১