বাংলাদেশের খবর

আপডেট : ১৬ February ২০২০

ফের জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মোহাম্মদ মাসুম


ব্রাহ্মণবাড়িয়ার জেলা পর্যায়ে দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, তিনি পেশাগত দক্ষতা সহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসেবে জেলা পর্যাযয়ে শুদ্ধাচার ২০২০ পুরস্কার পেয়েছেন।  এর আগেও তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পুরস্কার পেয়েছিলেন।

আজ রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি অফিসার ও জনপ্রতিনিধিদের নিয়ে প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা-খান এ পুরস্কার প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বলেন, আমি নবীনগরবাসির কাছে কৃতজ্ঞ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১