আপডেট : ১৬ February ২০২০
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গভীর নলকূপ স্থাপনকালে গ্যাসের সন্ধান মিলেছে। উপজেলার ভাড়াশিমলা এলাকায় ঘেরের মধ্যে শনিবার বিকেল ৪টা থেকে আজও (১৬ ফেব্রুয়ারী) পর্যন্ত মাটির নিচ থেকে বালি ও পানির সঙ্গে উঠছে এ গ্যাস। ঘটনাস্থলে পুলিশ ও ফায়াার সার্ভিসের লোকজন অবস্থান করছে। স্থানীয় বাসিন্দা নুর ইসলাম বাবু জানান, ভাড়াশিমলা এলাকার মৃত মোজহার গাজীর ছেলে আবু বক্কার গাজী সড়কের পাশে ঘেরের মধ্যে গভীর একটি নলকূপ স্থাপন করছিলেন। এরই মধ্যে আকস্মিকভাবে গ্যাস উত্তোলন হতে থাকে। ভয়ে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। যা এখনও উঠছে। কালিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নলকূপটি স্থাপন করার সময় ৫-৬ ফুট গভীরে যাওয়ার পরই গ্যাস উঠতে থাকে। ধারণা করা হচ্ছে,মাটির নিচে প্রাথমিক স্তরে যে গ্যাস থাকে সেটি উত্তোলিত হচ্ছে। অপরদিকে, সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আজিজুল ইসলাম বলেন, মাটির নিচ থেকে যেটি বেরিয়ে আসছে সেটি গ্যাস। আমরা গ্যাসের গন্ধ পাচ্ছি। আমার ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গ্যাস উত্তোলিত হওয়ার মুখটি বন্ধ করার চেষ্টা চারিয়ে যাচ্ছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১