বাংলাদেশের খবর

আপডেট : ১৫ February ২০২০

নির্দিষ্ট ছকের বাইরে


শেহতাজ মুনিরা হাশেম। তরুণ প্রজন্মের মডেল ও অভিনেত্রী। দর্শকদের কাছে তিনি শেহতাজ নামেই পরিচিত। ‘আমি যা দেখি, তুমি তাই দেখো’-শিরোনামে একটি বিজ্ঞাপনের মধ্য দিয়ে আলোচনায় আসেন। এরপর ‘চিনিগুড়া প্রেম’ নামের একটি খণ্ড নাটকে অভিনয় করে শোবিজ অঙ্গনে নিজের জায়গা পাকাপোক্ত করেন।

বর্তমানে গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন শেহতাজ। গান নিয়ে এ তারকা বলেন, ‘গান খুবই কঠিন একটি বিষয়। সময় নিয়ে যত্ন করে গাইতে হয়। ভালো গান বাছাই করে আনাও বেশ কসরতের কাজ। কোনোরকম একটি গান করে চালিয়ে দেওয়ার মনমানসিকতা আমার মধ্যে নেই। গানটাকে আমি প্যাশন হিসেবেই নিয়েছি। যখনই মনে হবে ভালো গান পেয়েছি, তখনই গাইব। ইতোমধ্যে একটি গান পেয়েছিও। সেটা নিয়ে কাজও শুরু করেছি। তবে এই মুহূর্তে সেসব নিয়ে কিছু বলতে চাচ্ছি না। আগে আরো বেশ কিছু ভালো গান হাতে আসুক। সবগুলো একসঙ্গে ভক্তদের সঙ্গে শেয়ার করব।’

বর্তমানে নাটকের মান নিয়ে শেহতাজ বলেন, ‘এখনকার সব নাটকের গল্পই একরকম। দেখা গেল একটি নাটক জনপ্রিয়তা পেয়েছে, সঙ্গে সঙ্গে অন্যরাও চেষ্টা করেন একই রকম নাটক নির্মাণ করতে। একই ধরনের নাটক নির্মাণ করলেই যে সেটা জনপ্রিয়তা পাবে, এটি ভুল একটি ধারণা। কারণ, মানুষ নতুন কিছু দেখতে চায়। পুরনো গল্প চান না। ভালো নাটকের জন্য দরকার ভালো বাজেট। অল্প খরচে ভালো কিছু করা যায় না।’

বড় পর্দায় অভিনয় করা নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই এ তারকার। নিজেকে এখনো বড় পর্দার উপযোগী মনে করেন না শেহতাজ। বলেন, ‘অন্য সবার মতো আমারও ইচ্ছে আছে সেখানে কাজ করার। কখনো যদি মনে হয়, চলচ্চিত্রে কাজ করার মতো দায়িত্ব নিতে পারব, তাহলে কাজ করব। বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, লোকে আমার গান শোনে, অভিনয় দেখে। এটাই আমার কাছে অনেক বড় বিষয়। আমি চাই আমার এই দায়িত্বটুকু ঠিকঠাক মতো পালন করতে।’

‘আল্পনা কাজল’, ‘চিনিগুঁড়া প্রেম’, ‘আনলিমিটেড মাস্তি’, ‘ফটোগ্রাফ’, ‘শোজ অব পোয়েট্রি’-এসব নাটকে অভিনয় করে দারুণ আলোচিত হন শেহতাজ। ঢাকার মোহাম্মাদপুরে বেড়ে ওঠা শেহতাজ দুই বছর আগেও বাংলা ভাষায় তেমন একটা ভালোভাবে কথা বলতে পারতেন না। সেই শেহতাজ এখন টেলিভিশন চ্যানেলে বাংলা ভাষায় অনুষ্ঠান উপস্থাপনা করছেন! নিয়মিত নাটকেও দেখছেন দর্শক।

তিনি বলেন, ‘আমার কাছে উপস্থাপনা সব থেকে বেশি চ্যালেঞ্জিং মনে হয়। কারণ দুই বছর আগেও আমি বাংলায় বেশি কথা বলতে পারতাম না, এখন আমি বাংলায় বেশি বেশি কথা বলার চেষ্টা করছি। সে ক্ষেত্রে বাংলাভিশনের ‘ওয়েব লাইভ উইথ শেহতাজ’ এই অনুষ্ঠানটি আমাকে অনেক সাহায্য করেছে শুদ্ধ বাংলা বলার ক্ষেত্রে।’

মডেল হিসেবেও সফল শেহতাজ। অ্যালপেনলিবে জাস্ট জেলির একটি টিভিসিতে মডেল হিসেবে টিভিতে প্রথম মুখ দেখানো। এরপরই বাংলালিংক কলড্রপের টিভিসির মডেল। বিজ্ঞাপনটি ২০১৪ সালের মাঝামাঝিতে প্রচার হওয়ার পরই পরিচিত হয়ে ওঠেন। কলড্রপের বিজ্ঞাপনে ঝগড়াটে মেয়েটিকে তরুণদের মনে ধরে যায়। নিজের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত বিজ্ঞাপন এটি বলে মানেন শেহতাজ। বর্তমানে অভিনয়, উপস্থাপনা, মডেলিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী।

অভিনয়ে নির্দিষ্ট কোনো চরিত্রের মধ্যে নিজেকে আটকে রাখতে চান না। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে ঝালিয়ে নিতে চান শেহতাজ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১