আপডেট : ১৫ February ২০২০
আলোচিত নায়ক অনন্ত জলিল অভিনীত সর্বশেষ ছবি ছিল ‘মোস্টওয়েলকাম ২’। অনেকদিন পর গত বছর শুরু করেন ‘দ্বীন-দ্য ডে’ ছবির শুটিং। অবশেষে ছবিটি এ বছরের কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে। অনন্ত জলিল নিজে খবরটি জানিয়েছেন। এর ফলে ছয় বছর পর অনন্ত জলিলের ভক্তরা তার কোনো ছবি পেতে যাচ্ছে। অনন্তের কাহিনী অবলম্বনে ছবিটির চিত্রনাট্য করেছেন ছটকু আহমেদ। নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এতে অনন্ত একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন বর্ষা। ছবিটির অধিকাংশ শুটিং হয়েছে বাংলাদেশ ও ইরানে। এছাড়া কিছু শুটিং হয়েছে আফগানিস্তান, তুরস্কে। এ ছবির মাধ্যমে ইসলাম যে জঙ্গিবাদ সমর্থন করে না তা তুলে ধরা হবে বলে আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন অনন্ত জলিল। ‘দ্বীন-দ্য ডে’ নির্মিত হয়েছে বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায়। প্রযোজক হিসেবে থাকছে অনন্তের প্রতিষ্ঠান মুনসুন ফিল্মস ও ইরানের ফারাবি সিনেমা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১