বাংলাদেশের খবর

আপডেট : ১১ February ২০২০

হবিগঞ্জে ইউপি সদস্যের চোখ উপড়ানো ও বিবস্ত্র মৃতদেহ উদ্ধার


হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুর পাড় থেকে এক ইউপি মেম্বারের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার পুকড়া গ্রামের ফারুক মিয়ার পুকুর পাড় থেকে ইউপি মেম্বার অরুন দাশের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পুকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার।

পুলিশ ও তার স্বজনরা জানায়, সোমবার তিনি শ্বশুর বাড়ি পাশ্ববর্তী কবিরপুর গ্রামে একটি ধর্মীয় উৎসবে যান অরুন দাশ। সন্ধ্যায় ছেলে অনন্ত দাশের সাথে মোবাইল ফোনে কথাও হয়। এরপর থেকে পরিবারের সাথে আর যোগাযোগ ছিলনা তার।

মঙ্গলবার হাওরে কাজ করতে যাওয়ার সময় তার ভাগ্নে জগদীশ দাশ পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১