বাংলাদেশের খবর

আপডেট : ১১ February ২০২০

ধলেশ্বরীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে দেশীয় প্রজাতির মাছ


সিরাজদিখানে প্রবাহিত ধলেশ্বরী নদীতে হঠাৎ ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির দেশি মাছের দেখা মিলেছে। গতকাল সোমবার সকাল থেকে বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রাম বিধৌত ধলেশ্বরী নদীর পারে ছিলো শত শত উৎসুক জনগণের উপচেপড়া ভিড়। সরেজমিনে দেখা গেছে, শিশু থেকে শুরু করে বয়স্ক নারী-পুরুষ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ধরছে, কেউ পানিতে হাত ডুবিয়ে আবার কেউ কেউ আবার মাছ ধরছে ঝাঁকিজাল পাইন জাল মইয়া জাল দিয়ে।

মাছ ধরতে আসা একেকজন এক হাজার টাকার উপরে মাছ ধরেছে। বড় বড় টেংরা চিংড়ি বাইম পুঁটি বাঘাইর আইড় চাপিলা কাতলা সরপুঁটিসহ নানা ধরনের মাছ ধলেশ্বরী নদীর কিনারায় ভেসে উঠায় মানুষের চোখে মুখে ছিলো আনন্দের ছাপ। 

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ধলেশ্বরী নদীর মাছ অন্যান্য নদীর মাছের তুলনায় সুস্বাদু ও অনেক দামি। তবে হঠাৎ এভাবে নদীর কিনারে মাছ ভেসে ওঠার ঘটনা বিরল। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা যুধিষ্ঠি রঞ্জন পাল বলেন, ধলেশ্বরী নদীর মাছ জীবিত অবস্থায় কিনারায় ভেসে ওঠা মানে- পানিতে পচন জাতীয় কিছু একটা হয়েছে, যে কারণে মাছের এই ভেসে ওঠা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১