আপডেট : ১০ February ২০২০
গাজীপুরের কালীগঞ্জে ভবঘুরে অজ্ঞাত (৭৪) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলা নাগরী ইউনিয়নের রায়েরদিয়া বাজার এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করে কালীগঞ্জ থানাধীন উলুখোলা ফাঁড়ি পুলিশ। বিকেলে ময়নাতদন্তের জন্য উদ্ধারকৃত মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাছেদ মিয়া। স্থানীয়দের বরাত দিয়ে ফাঁড়ি ইনচার্জ জানান, লোকটি রায়েরদিয়া বাজার এলাকার আশপাশে প্রতিদিন ঘুরে বেড়াতো এবং ভিক্ষাবৃত্তি করতো। তার পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৭৪/৭৫ হতে পারে। তার পড়নে চেক সুতি লুঙ্গি, গায়ে সাদা সুয়েটার ও নীল শার্ট ছিল। বেলা সাড়ে ১১টার দিকে রায়েরদিয়া বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে ওই বৃদ্ধের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে উলুখোলা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় পাঠায়। প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১