বাংলাদেশের খবর

আপডেট : ০৯ February ২০২০

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্ধারিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে আজ রোববার সকাল বেলা ১১ টা ত্রিশ মিনিটের দিকে বিক্ষোভ মিছিল করেন।

মিছিলটি পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে নবাবপুর রোডে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য প্রদানকালে নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি মানে বাংলাদেশের মুক্তি, গনতন্ত্রের মুক্তি, তিনি আরও বলেন তারেক রহমান ছাত্রদলের অভিভাবক, দলের যেকোন বিষয়ে তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিদ্ধান্ত বাস্তবায়নে সাধারন শিক্ষার্থীদের সাথে নিয়ে পরবর্তীতে যে কোন কর্মসূচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নিজের জীবন দিয়ে হলেও পালন করবে।

মিছিলে জবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ সালাহউদ্দীন, সানোয়ার হোসেন মিঠু, ইব্রাহিম কবির মিঠু, সিয়াম সহ ছাত্রদল নেতা জাকির উদ্দিন আবির, মেহেদী হাসান হিমেল, কাওসার হামিদ খান, শাহদত হোসাইন, নাসিম আহমেদ, ওয়াহিদুজ্জামান তুহিন, আহমেদ শাহরিয়ার, জামাল সাগর, রবিউল আউয়াল, কামরুল, মোঃ মাইন উদ্দিন চৌধুরী মাইন, সাইদুজ্জামান সাঈদী, আজিজুর রহমান, জাহিদ প্রমুখ অংশ নেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১