বাংলাদেশের খবর

আপডেট : ০৯ February ২০২০

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

বিশ্বচ্যাম্পিয়ন হতে বাংলাদেশের দরকার ১৭৮ রান


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা জিততে বাংলাদেশের প্রয়োজন ১৭৮ রান। আগে ব্যাট করতে ন‍ামা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে ৪৭.২ ওভারে ১৭৭ রানে অলআউট করে দিলো প্রথমবার ফাইনালে খেলা বাংলাদেশ। বাকি কাজটা ব্যাটসম্যানরা সারতে পারলেই প্রথমবারের মতো আইসিসির বিশ্বকাপ আসরের শিরোপা ঘরে তুলবে টাইগাররা।

টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্তটাকে আপাতত সঠিকই প্রমাণ করেছেন বাংলাদেশের বোলাররা। শক্তিশালী ভারতীয় ব্যাটিং অর্ডারকে বেশিদূর যেতে দেননি তারা, রেখেছেন নাগালের মধ্যে।

শুরু থেকেই ভারতের রানের চাকা চেপে ধরে টাইগাররা। দলীয় স্কোরে মাত্র ৯ রান যাগ হতেই ওপেনার ধিবইয়াশ সাক্সেনাকে ফেরান অভিষেক দাস। সেই চাপ সামলে উঠেন আরেক ওপেনার জয়শওয়াল এবং তিলক ভার্মা। ৩৮ রানে তিলককে ফেরান সাকিব। এরপর জুরেলের ২২ রান ছাড়া আর কেউই দুই অংশ ছুঁতে পারেননি। একপাশ আগলে লড়তে থাকা জয়শওয়াল সেঞ্চুরি থেকে মাত্র ১২ রান দূরে থাকতে বিদায় নেন। দলের ১৫৬ রানে চতুর্থ উইকেট হিসেবে ব্যাক্তিগত ৮৮ রানে শরিফুলের শিকার হয়ে তিনি ফিরে গেলে মুখ থুবড়ে পড়ে ভারত।

ভারত তার সঙ্গে ২১ রান যোগ করেই ৪৭.২ ওভারে অলআউট হয়ে যায়। শেষ ওই ২১ রানে তারা হারায় ৭ উইকেট। বাঁ-হাতি পেসার শরিফুল জোড়া আঘাত দেন। এরপর রান আউটে কাটা পড়ে তাদের দুই ব্যাটসম্যান। দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২২ রান করেন ধ্রুব জুরেল। এছাড়া অন্য কোন ব্যাটনম্যান দশের ঘরে রান নিয়ে যেতে পারেননি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১