বাংলাদেশের খবর

আপডেট : ০৯ February ২০২০

ফখরুলসহ বিএনপির ৩৫ নেতার জামিন


নাশকতার দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৩৫ নেতা।

আজ রোববার সকালে সিনিয়র মহানগর হাকিম ইমরুল কায়েসের আদালতে জামিন আবেদন করলে দুই পক্ষের শুনানি শেষে আদালত ৫ এপ্রিল পর্যন্ত তাদের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল জানান, সকালে মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুলসহ ৩৫ নেতাকর্মী জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে আগামী ৫ এপ্রিল পর্যন্ত তাদের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

এর আগে এই দুই মামলায় বিএনপি নেতারা উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। জামিন পাওয়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মোয়াজ্জেম হোসেন আলাল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১