বাংলাদেশের খবর

আপডেট : ০৯ February ২০২০

যুব বিশ্বকাপের ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা বাংলাদেশের লক্ষ্য ইতিহাসের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি নিয়ে বাড়ি ফেরা। শেষ ১০ ম্যাচে অপরাজিত দলটির সাম্প্রতিক পারফরম্যান্স দেখে বোঝা যায় ফাইনালে ভারতের বিপক্ষে জমজমাট লড়াই হতে চলেছে। 

যুব বিশ্বকাপে টিম ইন্ডিয়া সবচেয়ে সফল দল আর টাইগার যুবারা ফাইনালে উঠেছে প্রথমবার। শিরোপার লড়াইয়ে ফাইনালে আজ মাঠে নেমেছে বাংলাদেশ-ভারত।

আইসিসির বৈশ্বিক আসরগুলোতে এটাই বাংলাদেশের প্রথম কোনো ফাইনালে খেলা। জিতলেই ইতিহাস গড়বে জুনিয়র টাইগাররা। পুরো আসরে দুর্দান্ত খেলেছে আকবর আলিরা। রয়েছে অপরাজিত। চারবারের চ্যাম্পিয়ন ভারতও অপরাজিত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১