আপডেট : ০৮ February ২০২০
কৃষিঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় কুমিল্লায় চার হাজার ৩০৫ কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করেছে সাতটি ব্যাংক। তাদের মধ্যে অনেকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। জেলা কৃষিঋণ মনিটরিং কমিটির জানুয়ারি মাসের মাসিক সভায় কার্যবিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে। সূত্রমতে, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত জেলা কৃষিঋণ কমিটির হিসাব অনুযায়ী ব্যাংক ভিত্তিক সার্টিফিকেট মামলার সংখ্যা ও অনাদায়ী টাকার পরিমাণ হচ্ছে সোনালী ব্যাংকের মামলা ১০০টি, টাকা ২৯ লাখ ৮৪ হাজার; জনতা ব্যাংকের মামলা ৭৭টি, টাকা ৯ লাখ ৩২ হাজার; অগ্রণী ব্যাংকের মামলা ১৭৭টি, টাকা ২৯ লাখ ৪৫ হাজার; বাংলাদেশ কৃষি ব্যাংকের মামলা ৩ হাজার ৯২৩টি, টাকা ১১ কোটি ২২ লাখ ৫৩ হাজার; রূপালী ব্যাকের মামলা ১৫টি, টাকা ১ লাখ ৪৭ হাজার; বিডিবিএল ব্যাংকের মামলা একটি, টাকা ১৩ লাখ ৮৭ হাজার। সোনালী ব্যাংক করপোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার ও জেলা কৃষিঋণ মনিটরিং কমিটির সদস্য সচিব শাজাহান বলেন, কৃষি ঋণখেলাপিদের বার বার তাগাদা দেওয়ার পরও তারা ঋণ পরিশোধ করেননি। ঋণগ্রহীতাদের প্রতি আমরা আন্তরিক। ঋণ আদায়ে আমরা তাদের বার বার সুযোগ দেওয়ার পরও ঋণ পরিশোধ না করায় শেষ পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১