আপডেট : ০৮ February ২০২০
দিনাজপুরের আবদুল জলিল শহরের লোকজনের মুখে পরিচিতি পেয়েছেন ‘আতর জলিল’ হিসেবে। কারণ তিনি প্রতিদিন শহরের বিভিন্ন জায়গায় ও দোকানে দোকানে গিয়ে দৈনিক পাঁচ শতাধিক মানুষকে ফ্রি আতর লাগিয়ে দেন। সদর উপজেলার নয়নপুরে বাড়ি আ. জলিলের। মহাজনের কাছে প্রতিদিন আতর নিয়ে দিনশেষে টাকা জমা দিয়ে বাড়ি ফেরেন তিনি। দৈনিক গড়ে ৩-৪শ টাকা আয় হয় তার। ২৬ বছর ধরে দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় হেঁটে আতর বিক্রি করছেন আবদুল জলিল। এই ৬০ বছর বয়সে চার ছেলেমেয়েকে মানুষ করেছেন এ ব্যবসা করে। জলিলের আতর বিক্রি হয় পুরো বছরজুড়ে। শহরের প্রায় সব জায়গায় হেঁটে মানুষের দ্বারে দ্বারে আতর বিক্রি করছেন তিনি। তবে কেউ আতর নেক বা না নেক সবাইকে আতর মাখিয়ে দেন তিনি। তাই শহরে সে আতর জলিল নামেই পরিচিত। এই ব্যবসা নিয়েই সে বাকি জীবনটা পার করে দিতে চান আবদুল জলিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১