বাংলাদেশের খবর

আপডেট : ০৭ February ২০২০

সেনবাগে কৃষি জমির মাটি ইটভাটায়, তিনজনকে কারাদণ্ড


নোয়াখালীর সেনবাগে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় দেওয়ার অপরাধে তিন জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- মো. জাকারিয়া (২০) মো. রবিউল ইসলাম (২২) ও মো. ইলিয়াস (২৩)।

এ সময় মাটি বহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক আটক করা হলেও পরে তা ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, আজ শুক্রবার বেলা ১১টার দিকে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের কাছে খবর আসে উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট  গ্রামের কৃষি জমি থেকে একটি চক্র মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাচ্ছেন। এমন খবর পাওয়ার পর নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার  ও সেনবাগ থানার ওসি আবদুল বাতেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি মাটিবাহী ট্রাকসহ তিনজনকে আটক করে ।

এরপর দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম মজুমদার আদালত বসালে তারা অপরাধ স্বীকার করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণের জন্য থানা পুলিশে সোপার্দ করে। পুলিশ শুক্রবার বিকেলে তাদেরকে কারাগারে প্রেরণ করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম মজুমদার জানায়,কৃষি জমিন থেকে মাটি ইঁটভাটায় পাচারকারীদের জন্য সর্তক সংকেত। এটা পর্যায়ক্রম চালানো হবে


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১