বাংলাদেশের খবর

আপডেট : ০৬ February ২০২০

নিশো-মেহজাবীনের এ হাল কেন!


দুজনই চাপা পড়ে আছেন ভেঙেপড়া এক বিল্ডিংয়ের নিচে। বেঁচে আছেন নাকি মরে গেছেন বোঝার উপায় নেই। এমনই এক দৃশ্যের স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে, বিল্ডিংয়ের নিচে চাপাপড়া মানুষ দুজন মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো। সম্প্রতি ভালোবাসা দিবসের একটি নাটকে অভিনয় করতে গিয়ে এমন দৃশ্যের অবতারণা করতে হয়।

ভবন ধসের কারণে রানা প্লাজার নাম শুনলেই আঁতকে ওঠে বুক। হাজার হাজার মানুষের মৃত্যু নিয়ে ধসে পড়েছিল সাভারের সেই ভবন। আহত হয়েছিলেন প্রচুর। তাদের প্রায় সবাই ছিলেন গার্মেন্ট শ্রমিক। সেই ঘটনা নিয়ে নির্মিত হয়েছিল একটি সিনেমা। যেখানে সাইমন সাদিক ও পরীমনি জুটি হয়ে অভিনয় করেন। কিন্তু ছবিটি আলোর মুখ দেখেনি।

একই রকম প্রেক্ষাপটে এবার নির্মিত হলো বিশেষ নাটক ‘শিফ্ট’। এখানে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

ভালোবাসা দিবসের এই নাটকটি আফরান নিশোর গল্প ভাবনায় রচনা করেছেন ইশতিয়াক অয়ন এবং পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। এর গল্পে দেখা যাবে, স্বামী-স্ত্রী দুজনই একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করেন। দুজনের আয় দিয়েই চলে তাদের সংসার। গরিব হলেও তাদের কোনো চাওয়া-পাওয়া নেই। বেশ সুখে-শান্তিতেই বসবাস করছিলেন তারা। হঠাৎ কর্মরত অবস্থায় সেই ফ্যাক্টরির বিল্ডিং ধসে পড়ে। বিল্ডিংয়ে ফাটল থাকায় একটা সময় সেটা ধসে পড়ে প্রাণ যায় অনেকের। এখানেই শেষ নয়, সেখান থেকে শুরু হয় নতুন এক গল্প।

নির্মাতা জানান, ‘গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু দৃশ্য ক্যামেরায় তুলে আনা অনেক কঠিন ছিল। যেমন নিশো-মেহজাবীনের চোখে-মুখে রক্ত আর শরীরের ওপর বিল্ডিং ভেঙে পড়ার রড ও ইট। খুব কঠিন ছিল এই দৃশ্যগুলো। মেহজাবীন ও নিশো দুজন দুজনের জায়গা থেকে দারুণ সাপোর্ট দিয়েছেন। আশা করি ভালোবাসা দিবসে দর্শক অন্যরকম ভালোবাসার একটি নাটক দেখবে।’

স্বদেশ এন্টারটেইনমেন্টের ব্যানারে ফয়সাল আজাদের প্রযোজনায় নির্মিত এই নাটকটি আসছে ভালোবাসা দিবসে কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১