বাংলাদেশের খবর

আপডেট : ০৫ February ২০২০

ইসি ইচ্ছা করলেই অবসরে যেতে পারেন : হানিফ

কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আল আলম হানিফ এমপি প্রতিনিধির পাঠানো ছবি


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ইসির অভ্যন্তরীণ বিষয়গুলো বাইরে প্রকাশ করাটা কোনো মতেই যুক্তিযুক্ত নয়। যিনি বা যারা অভ্যন্তরীণ বিষয় নিয়ে মিডিয়ার সামনে কথা বলেন এটাকে দেশবাসী তার অযোগ্যতা অদক্ষতার প্রমাণ হিসেবে ধরে নেয়। সেক্ষেত্রে যদি কেউ মনে করেন এই কাজ করার মতো সক্ষমতা হারিয়ে ফেলেছেন তার সেই যোগ্যতা নেই সেই পথও তার জন্য খোলা রয়েছে। ইচ্ছে করলে তিনি অবসরে যেতে পারেন।

বুধবার কুষ্টিয়া মেডিক্যাল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপির বিক্ষোভ আন্দোলন বিএনপিই ভালো জানে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, জনগণও এটা নিয়ে ভাবছে না। বিএনপি গত জাতীয় নির্বাচনের পর হরতাল ডেকেছিল। জনগণ ভোটের দিক থেকে যেমন বিএনপিকে প্রত্যাখ্যান করেছে আন্দোলনের দিক থেকেও প্রত্যাখ্যান করেছে। এদের কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের ভাবার কোনো প্রশ্নই ওঠে না জনগণও ভাবে না।

এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এস এম মুসতানজীদ, ডাঃ রতন কুমারপাল, মেডিক্যাল কলেজের ডাক্তার, শিক্ষার্থী, জেলা আওয়ামী লীগের নেতারাসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১