বাংলাদেশের খবর

আপডেট : ০৫ February ২০২০

চকরিয়ায় গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার; আটক ২

চকরিয়া ম্যাপ প্রতীকী ছবি


কক্সবাজারের চকরিয়ায় জায়গা জমির বিরোধের জের ধরে শাহিদা বেগম (৬০) নামের এক গৃহবধূকে হত্যা করেছে প্রতিপক্ষরা।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা ছারাবটতলী এলাকায়ে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। নিহত শাহেদা বেগম ওই এলাকার ৫ নং ওয়ার্ড এলাকার নুর আহমদের স্ত্রী।

চকরিয়া থানার (ওসি) মো.হাবিবুর রহমান জানান, চিরিংগা ইউনিয়নের সদরঘোনা এলাকার ছারাবটতলী থেকে শাহিদা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই এলাকার রওশন আরা ও তার মেয়ে মিনাকে আটক করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১