আপডেট : ০২ February ২০২০
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলিউডের নন্দিত অভিনেত্রী শাবানা আজমি। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কোনো কারণ নেই। তাই শুক্রবার বাসায় ফিরেছেন তিনি। ১৩ দিন হাসপাতালে চিকিৎসা শেষে ভর্তি থাকার পর নিজ বাড়িতে ফেরায় স্বস্তি প্রকাশ করছেন শাবানা আজমির পরিবার। তবে জানা গেছে এখনো এই অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ হননি। তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। গত ১৮ জানুয়ারি মু্ম্বাই-পুনে এক্সপ্রেসওতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় শাবানা আজমির গাড়ির। ফলে বলিউডের এই অভিনেত্রীর গাড়ির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। এতে গুরুতর আহত তিনি। আহত শাবানাকে উদ্ধার করে ভর্তি করা হয় নাবি মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে। পরে তাকে কোকিলাবেন হাসপাতালে স্থানান্তর করা হয়। একই গাড়িতে ছিলেন তার স্বামী প্রখ্যাত চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতারও। কিন্তু তিনি আহত হননি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১