আপডেট : ০২ February ২০২০
করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে চীনে। আজ রোববার সকাল পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৪ জনে। এছাড়া চীনের মূল ভূখণ্ডে আক্রান্তের সংখ্যা এখন ১৪ হাজার ৩৮০ জন। চীনের স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। দেশটির স্বাস্থ্য কমিশন জানিয়েছে, দেশজুড়ে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ১৯ হাজার ৫৪৪ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চীনের মূল ভূখণ্ড ছাড়াও হংকংয়ে ১৪ জন, ম্যাকাও এ ৭ জন এবং তাইওয়ানে ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হওয়া ৩২৮ জন সুস্থ হয়েছেন এবং তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে বলেও জানিয়েছে চীনের স্বাস্থ্য কমিশন। এরই মধ্যে চীনের সকল প্রদেশে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। নিহতদের বেশিরভাগই হুবেই প্রদেশের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১