বাংলাদেশের খবর

আপডেট : ০১ February ২০২০

ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা


ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।

দুই সিটি মিলিয়ে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও আলোচনা এবং মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ এবং বিএনপির চার প্রার্থীর মধ্যে। 

ভোট কেন্দ্র পরিদর্শন করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ভোটের পরিবেশ ভালো হলেও ভোটারের উপস্থিতি সন্তোষজনক নয়। তিনি আরো বলছেন, আমরা পরিবেশ তৈরি করেছি। ভোটার আনার দায়িত্ব তো আমাদের না, প্রার্থীদের। তারা ভোটারদের আনবে। এ সময় ভোটের সার্বিক পরিস্থিতিতে তিনি সন্তুষ্ট বলেও জানান।  

ইসি সূত্র অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। আর উত্তর সিটিতে মোট ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ৩১৮টি। মোট সাধারণ ওয়ার্ড ৫৪ এবং সংরক্ষিত ওয়ার্ড ১৮টি। আর ভোটকক্ষ ৭৫৪টি।

অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০টি। এ সিটিতে মোট সাধারণ ওয়ার্ড ৭৫ এবং সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। আর ভোটকক্ষ ৮৭৬টি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১