বাংলাদেশের খবর

আপডেট : ২৪ January ২০২০

সিরাজগঞ্জে ডিবি`র হাতে ইয়াবাসহ আটক ২

ডিবি`র হাতে আটক হওয়া দুই যুবক রেজাউল করিম (২৪)  ও খোরশেদ আলম (৩৫) ।  প্রতিনিধির পাঠানো ছবি


সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই হাজারসিরাজগঞ্জে ডিবি`র হাতে ইয়াবাসহ দুই যুবক আটক পিস ইয়াবাসহ রেজাউল করিম ও খোরশেদ আলম নামের কক্সবাজারের দুই মাদক ব্যবসায়ি যুবককে আটক করেছে ডিবি পুলিশ। 

শুক্রবার (২৪ জানুয়ারী) দুপুরে ঢাকা- বগুড়া মহাসড়কের  সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের নিকট থেকে দুই হাজার পিস ইয়াবাসহ আটক করে সিরাজগঞ্জের ডিবি পুলিশ।

আটককৃতরা হলো, কক্সবাজারের বিসিক দক্ষিন মুহুরীপাড়া মহল্লা মৃত আবুল বাশারের ছেলে রেজাউল করিম (২৪)  ও একই জেলার পূর্ব গোনারপাড়া এলাকার মৃত কবির আহাম্মেদের ছেলে খোরশেদ আলম (৩৫) । 

সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কড্ডার মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক নিয়ে এসে ব্যবসা করে আসছে। তাদের সাথে এ এলাকার কিছু লোক জড়িত। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১