আপডেট : ২৪ January ২০২০
সন্তান, সংসার ও নানা কারণে ব্যস্ত থাকায় প্রায় তিন বছর অভিনয় থেকে দূরে ছিলেন বলিউড অভিনেত্রী রাভিনা টেন্ডন। তবে পূর্বঘোষণা অনুযায়ী ২০২০ সালের শুরু থেকেই অভিনয়ে সরব হচ্ছেন তিনি। এরই মধ্যে একটি ত্রিকোণ প্রেমের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ৪১ বছর বয়সী এ তারকা। এ ছবিতে তাকে দেখা যাবে খলচরিত্রে। এ ধরনের ভূমিকায় আগে কখনো অভিনয় করেননি। তাই বেশ রোমাঞ্চিতও তিনি। নতুন খবর হচ্ছে, চলতি বছরের শুরুতেই আরো একটি পরিচয় যোগ হচ্ছে তার ক্যারিয়ারে। এবার প্রযোজকের আসনে বসতে চলেছেন রাভিনা। মাল্টিপল ডিজঅর্ডার নিয়ে একটি ওয়েব সিরিজ প্রযোজনা করবেন তিনি। শুধু তা-ই নয়, এই সিরিজের চিত্রনাট্যও তার লেখা। জানা যাচ্ছে, মনস্তাত্ত্বিক জটিলতার পাশাপাশি মূলত দ্বৈতসত্তার সমস্যা নিয়ে এগুবে গল্প। রাভিনার বক্তব্য, ‘এত পরিশ্রম করে লেখা একটা গল্প এবার দর্শকদের সামনে তুলে ধরতে পারব ভেবে ভালো লাগছে। ভাবনার দিক থেকেও এই বিষয়টা একদম নতুন। আমার বিশ্বাস এই গল্পটা দর্শকদের পছন্দ হবেই।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১