বাংলাদেশের খবর

আপডেট : ২৩ January ২০২০

বশেমুরবিপ্রবিতে ইটিই ও ইইই বিভাগকে একিভূত করা নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি


গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগকে ও ইইই বিভাগের সঙ্গে একিভূত করার দাবীতে ৯৯তম দিনের মত আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। অপরদিকে, একিভূত করার বিপক্ষে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ও স্মারকলিপি দিয়েছে ইইই বিভাগের শিক্ষার্থীরা।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)-এর ইটিই (ইলেকট্রনিক্স এ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) ও ইইই (ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং) বিভাগকে একিভূত করার দাবীতে আন্দোলন করে আসছে ওই বিভাগের শিক্ষার্থীরা।

আন্দোলনের ৯৯তম দিন ও আমরণ অনশনের ৪র্থ দিনে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অবস্থান নিয়ে আমরণ অনশন পালন করছে শিক্ষার্থীরা। অনশন কর্মসূচী চলাকালে গত ৪ দিনে অন্তত ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থী ইটিই বিভাগের ৪র্থ বর্ষের কামরুল হাসান, তয় বর্ষের তোফায়েল আহম্মেদ এবং ২য় বর্ষের তানভির আহম্মেদ জানিয়েছেন, তাদের দাবী না মানা পয্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। প্রশাসন তাদেরকে আশ্বাস দিলেও এখনো তার কোন ফল না পেয়ে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে।

এদিকে, ইটিই  ও ইইই বিভাগ একিভূত করার বিপক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ইইই বিভাগের শিক্ষার্থীরা। পরে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করে। দুই বিভাগ একিভূত না করার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে করেন ইইই বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান।

 এসব আন্দোলন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কথা বলতে রাজী হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১