আপডেট : ২৩ January ২০২০
নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ৪০ হাজার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া পুলিশের অনুরোধে ভোটের দিন রাজধানীতে ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার দুই সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিকল্পনা নির্ধারণ করতে নির্বাচন কমিশনের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এসব কথা জানান তিনি। সচিব জানান, প্রায় আড়াই হাজার কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রোধে সতর্ক অবস্থায় থাকার কথা জানিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। এদিকে বৈঠক শেষে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেন, উৎসবমুখর পরিবেশেই ভোটের প্রচারণা চলছে। আর এ পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক এ বৈঠকে আইজিপি ছাড়াও র্যাব মহাপরিচালক ও বিজিবি পরিচালকসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার প্রধানরাও উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১