বাংলাদেশের খবর

আপডেট : ১৬ January ২০২০

সোলাইমানি হত্যাকে বৈধ করতে ট্রাম্প মিথ্যা বলেছেন : বাইডেন


জেনারেল কাসেম সোলাইমানির হত্যার বিষয়টি বৈধ করার জন্য মিথ্যা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন প্রত্যাশী জো বাইডেন।

গত মঙ্গলবার রাতে, আইওয়াতে ডেমোক্র্যাট দলের বিতর্ক অনুষ্ঠানে জো বাইডেন ট্রাম্পের সমালোচনা করে বলেন, জেনারেল সোলাইমানিকে হত্যার ব্যাপারে তিনি যে কারণ দেখিয়েছেন তা মিথ্যা।

এর আগে, গত ৩রা জানুয়ারি জেনারেল সোলাইমানি এবং আবু মাহদি আল-মুহান্দসিকে হত্যার নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

গত শুক্রবার ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, সোলাইমানি যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার পরিকল্পনা করেছিলেন। তাকে হত্যা করা না হলে তিনি এসব দূতাবাসে হামলা চালাতেন। তবে, ট্রাম্প এ দাবি করলেও বস্তুনিষ্ঠ তথ্য দিতে পারেন নি।

আর, এ ব্যাপারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, চারটি দূতাবাসে হামলার পরিকল্পনার ব্যাপারে তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য ছিলো না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১