আপডেট : ১৬ January ২০২০
সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। টিভি নাটক কিংবা ইউটিউব, দুই মাধ্যমেই নিশোর নাটক মানেই দর্শকের জন্য বাড়তি আগ্রহ। সেই নিশো এবার আসছেন বড় পর্দায়। জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির পরিচালনায় একটি ছবিতে কাজ করতে চলেছেন তিনি। এখানে চমক জাগানিয়া একটি চরিত্রে দেখা যাবে নিশোকে। ছবিটির চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। জিমে যাচ্ছেন বলেও খবর পাওয়া গেছে। সবকিছু ঠিক থাকলে আসছে এপ্রিলেই প্রথমবারের মতো সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে হবে এখন পর্যন্ত নাম ঠিক না হওয়া এই ছবির শুটিং। এখানে নিশোর বিপরীতে সিনেমায় নবাগতা কোনো নায়িকা দেখা যাবে বলেও জানা গেছে। ছবিটির ব্যাপারে পরিচালক রায়হান রাফি বলেন, ‘আফরান নিশো চমৎকার একজন অভিনেতা। আমারও খুব প্রিয়। তার সঙ্গে কাজ করার ইচ্ছে আমার অবশ্যই আছে। দুই-একবার আলোচনাও হয়েছে তার সঙ্গে। তিনি সিনেমার ব্যাপারে আগ্রহী।’ এদিকে শোনা যাচ্ছে, রায়হান রাফি ছাড়াও আরো বেশ কয়েকজন পরিচালক আফরান নিশোকে নিয়ে সিনেমার পরিকল্পনা করছেন। চলতি বছরেই হয়তো সেগুলোর ঘোষণা আসবে। সে তালিকায় আছে জাকারিয়া সৌখিনের নাম। এই নির্মাতার ছবিতেও শিগগরিই শুটিং শুরু করবেন নিশো। যদিও বড় পর্দায় অভিনয়ের ব্যাপারে এখনো মুখ খোলেননি নিশো। নানা মাত্রিক চরিত্রে অভিনয় করে দিনে দিনে নিজেকে ঋদ্ধ করে চলেছেন নিশো। সম্প্রতি সিনেমায় নিজের ঝলক দেখাবেন এই তারকা। ভক্তরা এই আশাই করছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১