আপডেট : ১৪ January ২০২০
পুরো ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার উদ্বোধনসহ বেশ কয়েকটি চুক্তি সই করতে চারদিনের সফরে নয়াদিল্লীতে রয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এই সফরে দু'দেশের তথ্যখাতে সহযোগিতা বাড়াতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে বৈঠক করবেন তিনি। ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার ছাড়াও বাংলাদেশে আকাশবাণী চ্যানেলের সম্প্রচার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী। এছাড়া, বঙ্গবন্ধুর জীবনের ওপর চলচ্চিত্র নির্মাণে দুই দেশের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছে। এই সফরে বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে আধুনিকায়নের জন্য অভিজ্ঞতা বিনিময়ে হায়দ্রাবাদের রামুজী ফিল্ম সিটিও পরিদর্শন করবেন হাছান মাহমুদ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১